রাউজানে পৃথক দুই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ বসতঘর। গত রোববার রাতে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে ও গতকাল সোমবার বিকেলে উপজেলার গহিরা ইউনিয়নে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পৃথক এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। জানা যায়, গহিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনছুর আলী তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই বাড়ির মোহাম্মদ লিটন, মোহাম্মদ সিরাজ ও জালাল উদ্দিন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।