রাউজানে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে পুলিশের ওপর হামলা ও মামলার আলামত নষ্ট করার মামলার আসামি ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার পৌর সদরের রাউজান স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি ফোরকান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাথর এলাকার সোলাইমানের ছেলে। জানা যায়, আসামি ফোরকান রাউজানের সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা মামলার ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত একটি মোটরসাইকেল লুকিয়ে রেখেছিল। পুলিশ আলামতটি উদ্ধারে অভিযানে গেলে আসামি দলবল নিয়ে পুলিশের উপর হামলা করে আহত করে ও পুলিশের গাড়ি ভাঙচুরের নেতৃত্ব দেয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৯
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে গভীর রাতে আগুনে পুড়ল তিন রিসোর্ট