রাউজানে কৃষি জমি কাটা ও ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত সোমবার চিকদাইর ইউনিয়নে কৃষি জমি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে প্রশাসন।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় আলীখীল এলাকার নজরুল ইসলামের পুত্র মো. মঈনুদ্দীন ও চিকদাইর ইউনিয়নের আবদুল রহিমের পুত্র আবদুল করিম।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি কাটার ব্যাপারে বার বার প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। প্রশাসনের এই বার্তা আমলে না নিয়ে মাটি কাটা ও ভরাট কাজ করে যাওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই ধরনের অভিযোগ যেখানে পাওয়া যাবে, সেখানেই অভিযান চলবে।