রাউজানে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

রাউজানে অস্ত্রের মুখে তুলে নিয়ে তিন যুবকের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের দ্বিধা বিভক্ত বিএনপির একটি পক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তিনজন হলেন, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের মো. মানিকের ছেলে মো. সাজ্জাদ (২৭), রাঙ্গুনিয়া উপজেলার মো. দুলালের ছেলে ইমাম হোসেন (২৭) ও একই উপজেলার কামালের ছেলে মো. সোহেল। জানা যায়, তারা তিনজন বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী।

ভুক্তভোগীদের অভিযোগ, নোয়াপাড়ার একটি মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে আটকিয়ে তিনজনকে নিয়ে যাওয়া হয় ইউনিয়নের পলোয়ানপাড়ার কাছে একটি নিরিবিলি জায়গায়। সেখানে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়। এসময় ৩ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে নানান ধরনের অপরাধের কথাবার্তা শিখিয়ে দিয়ে স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়। পরে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করার ভয়ও দেখানো হয় তাদের। জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বলেন, ঘটনা সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ তৎপর হলে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জেনেছি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল সুবর্ণা মুস্তাফাকে
পরবর্তী নিবন্ধআজ থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ