রাউজানে গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন। উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো মো. আশরাফের ৮০৮, সৈয়দ হোসেন কোম্পানির বিবিসি ও মো. লোকমানের জেবিআই।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসেন আজাদীকে বলেন, রাউজানে ৫০টি ইটভাটার মধ্যে কোনোটির বৈধতা নেই। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আমরা অভিযানে নেমেছি। অপরদিকে উচ্ছেদকৃত বিবিসি ভাটার মালিক সৈয়দ হোসেন জানান, তারা প্রতিবছর ভ্যাট প্রদান করেন। এছাড়াও উচ্ছেদকৃত ইটভাটাগুলোতে কাজ করেন কমপক্ষে দুইশ দিনমজুর। অভিযানের ফলে তাদের পেটে লাথি মারা হয়েছে। ভাটা মালিকদের দাবি, গতকালের অভিযানে তাদের প্রায় চার কোটি টাকার মত লোকসান হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী, উপপরিচালক জমির উদ্দিন, সহকারী উপপরিচালক আফজারুল ইসলামসহ র্যাব-৭, রাউজান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।