সড়ক দুর্ঘটনায় আহত কফিল আলম (২০) নামে এক টেক্সি চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম–কাপ্তাই সড়কে তার সিএনজিচালিত টেক্সির সামনে কুকুর পড়লে গাড়িটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়েছিল। নিহত কফিল রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ফকির তকিয়া গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুর আলম।