রাউজানের পশ্চিম বিনাজুরী এলাকায় মাছ ধরার জাল নিয়ে বিরোধের জেরে অসীম জলদাস নামে একজনকে খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন উজ্জ্বল জলদাস ও সজল জলদাস।
গতকাল চট্টগ্রামের অতিরিক্ত জেলা দায়রা জজ ও দেউলিয়া আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী রিটন বড়ুয়া আজাদীকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুলাই রাউজানের পশ্চিম বিনাজুরী এলাকায় অসীম জলদাস খুনের ঘটনা ঘটে। ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী সাবিত্রী জলদাস রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৫ সালে তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।