‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ প্রতিবাদ্য নিয়ে রাউজানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলি অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহামুদ ভূঁইয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ ই- জাহান, আবদুর রহমান, লিকসন চৌধুরী, পীযূষ প্রভা কর, মাওলানা আবদুল মতিন, মোহাম্মদ সাহাবুদ্দিন, জানে আলম খান, সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন মনির ইসলাম, সাব্বির আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন যুব উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে ১২ লাখ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।