রাউজানে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার গশ্চি দাশপাড়ায় জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল বিচারব্যবস্থার সংস্কার, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন এবং সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ।

সভায় বক্তারা বলেন, দেশের একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। একই সঙ্গে তারা বিচার ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

জাতীয় নাগরিক পার্টির সংগঠক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার বলেন, সংবিধান জনগণের অধিকার রক্ষার দলিল। তাই নতুন প্রজন্মের স্বপ্ন ও প্রত্যাশা প্রতিফলিত করতে হলে সংবিধান সংস্কার জরুরি।

জাতীয় নাগরিক পার্টি মহানগরের সংগঠক রাকিবুল হাসান বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংবিধান দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে প্রতিফলিত করতে হবে। রাঙ্গুনিয়া উপজেলার সংগঠক ইনায়েত চৌধুরী বলেন, সংবিধান সংস্কার শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি টিকে থাকার প্রশ্ন। সংগঠক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বিচারব্যবস্থায় সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না। আদালত ও প্রশাসনকে জনবান্ধব না করলে নতুন সংবিধানের কথাও অর্থহীন হবে। মহানগরের সংগঠক রাফসান জনি বলেন, যুবসমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় আছে। নতুন প্রজন্মের কণ্ঠস্বরকে সংবিধানে প্রতিফলিত করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পশ্চিম গুজরা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
পরবর্তী নিবন্ধসেলিম আল দীনের পদক, পুরস্কার ফেরত দিতে ৪ জনকে লিগ্যাল নোটিশ