রাউজানে ঘোষিত উপজেলা কমিটি বাতিলের দাবি

গিয়াস কাদের সমর্থকদের সংবাদ সম্মেলন

রাউজান প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা প্রায় প্রতিটি ইউনিয়নে সংবাদ সম্মেলন করে সম্প্রতি ঘোষিত দলের উপজেলা কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, গত ১৭ বছর ধরে যারা হামলা মামলার শিকার হয়েও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিল তাদের বাদ দিয়ে গোপনে পকেট কমিটি করে ঘোষণা দেয়া হয়েছে।

গত সোমবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি করার দাবি জানানো হয়। তা করা না হলে রাঙামাটি সড়ক অবরোধের মত কঠোর কর্মসূচি দিয়ে সম্মেলন আহ্বানে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন উপজেলা বিএনপি নেতা মোছলেহ উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দীন জীবন, ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, আবুল কাশেমসহ দলের প্রায় অর্ধশত নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ডাম্পার চাপায় প্রাণ গেল রিকশা চালকের