রাউজান পৌর এলাকা গহিরায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা মিয়ার ঘাটা এলাকায়।
স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয় বিএনপি নেতা কাজী আনিসুজ্জামান সোহেল গ্রুপের সাথে এই সংঘর্ষ হয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আলী আজগর গ্রুপের সাথে। এই ঘটনায় আহত হয় আলী আজগর ও সোহেল গ্রুপের রাশেদ। আহত আজগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাশেদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা যায়, ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে জড়িত দুই গ্রুপই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
আগে ওই এলাকার ক্যাবেল নেটওয়ার্ক ব্যবসার নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাদের হাতে। গত বছরের ৫ আগস্টের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেলে এই ব্যবসার নিয়ন্ত্রণ নেন আলী আজগর। ব্যবসার ভাগ বসাতে মরিয়া হয়ে উঠেন সোহেলও। এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ সংঘাতও হয়েছে। চলে আসা এই দ্বন্দ্বের মধ্যে গতকাল আলী আজগরের নিয়ন্ত্রণ থেকে সোহেল ক্যাবল ব্যবসা দখল করতে গেলে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানান স্থানীয় সাবেক কাউন্সিলর আশেক রসুল রোকন। সাবেক এই জনপ্রতিনিধি বলেন, সোহেলের পক্ষে রাশেদ দলবল নিয়ে আজগরের নিয়ন্ত্রণে থাকা ক্যাবল ব্যবসা দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আজগর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়েছে। রাশেদও সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান।
ঘটনা প্রসঙ্গে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।











