রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়ায় মোহাম্মদ ইরফাত (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছ।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় নিজ বাড়ির রান্নাঘরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। জানা য়ায়, আত্মহত্যা করার সময় পরিবারের কেউ ঘরে ছিল না। তার মা কাজে বাইরে গিয়েছিল। পরে বাড়িতে এসে ছেলের ঝুলন্ত দেহ দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জানা যায়, ইরফাত ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গশ্চি পাঠান পাড়ার আবুল খায়ের মাতব্বর বাড়ির প্রবাসী মোঃ খোকনের ছেলে। পরিবারের মধ্যে দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। স্থানীয় সূত্রে জানা যায়, তার সাথে এক মেয়ের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে ওই মেয়ের সাথে অভিমান করে হয়ত এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। রাউজান থানার ওসি মনিনরুল ইসলাম ভুইয়া বলেন, তিনিও প্রেম ঘটিত কারণের বিষয়টি জেনেছেন।