রাউজানে কাল লাগানো হবে ৫ লাখ গাছের চারা

কর্মসূচি সফল করতে ফজলে করিম এমপির কর্মব্যস্ততা

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

আগামীকাল সোমবার রাউজানের বিভিন্ন সড়ক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনায় ৫ লাখ গাছের চারা লাগানো হবে। উক্ত কর্মসূচি সফল করতে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এলাকায় ব্যস্ততম সময় অতিবাহিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে সাথে নিয়ে। তিনি রাউজানরাঙ্গামাটি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে রেখে সড়ক পাশে কিভাবে চারা লাগাবে সে ব্যাপারে নির্দেশনা দিয়ে চলেছেন। পরবর্তী সময়ে কিভাবে পরিচর্যা করবে তাও বলে দিচ্ছেন। গতকাল শনিবার বিভিন্নস্থানে ঘুরে দেখা গেছে সংসদ সদস্যের নির্দেশনা অনুসারে জনপ্রতিনিধিগন স্ব স্ব এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক পাশে চারা লাগানোর থালা করে সার দিয়ে রাখছেন। যাতে সোমবার সকালে এই কর্মসূচির উদ্বোধনের সাথে সাথে চারা গুলো লাগাতে পারে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় ইতিমধ্যে নিদিষ্ট সংখ্যক ফলজ,বনজ, ওষুধি জাতের চারা এনে জমা করা হয়েছে রাউজান কলেজ মাঠে। এখান থেকে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের হাতে স্ব স্ব এলাকার জন্য চারা দেয়া হবে। আগামীকাল ১৭ জুলাই এবিএম ফজলে করিম চৌধুরী এমপি কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাককে সাথে নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে