রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ৩ নং কাগতিয়া শাখার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ জান্নাতুল মাওয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে দরবার শরীফের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) ও রূহানী আম্মাজান (রাহ.)’র ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং কাগতিয়া শাখার সভাপতি ছৈয়্যদ মুহাম্মদ বোরহান উদ্দিন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ জাকেরুল আলম, মাওলানা মুহাম্মদ লোকমান ইসলাম ফারুকী, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ নুরুচ্ছাফা, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ ইসহাক, মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ নুরুল আবছার, মাওলানা আহমদ ছগির, মাওলানা আবুল হাশেম। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম (রা.)’র ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।