রাউজানে কৃষকদের মাঝে দেওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা শুরু হয়েছে। গত ২৭ এপ্রিল পৌর এলাকার ছত্রপাড়ায় জমিতে ধান কাটার মাধ্যমে এ মেশিনটি উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এই সময় তারা বলেন, রাউজানে চাষাবাদে উৎসাহিত করতে কৃষকদের মাঝে এই মেশিন বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান বাজারে ২৯ লাখ টাকা দামের এই যন্ত্রটিতে সরকারের ভর্তুকি রয়েছে ১৫ লাখ টাকা। যারা পেয়েছে তাদেরকে প্রথমে মূল্যবাবদ সরকারের কোষাগারে জমা দিতে হয়েছে চার লাখ টাকা। বাকি টাকা দেবেন এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে।