‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন’ স্লোগান নিয়ে রাউজানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে রাউজান চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি। গত ২৮ এপ্রিল এ উপলক্ষে উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ সুব্রত দাশের নেতৃত্বে আদালত ভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর প্রদিক্ষন শেষে পুনরায় আদালত ভবন এলাকায় গিয়ে শেষ হয়। শেষে আদালতের আইনজীবী সমিতির অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র সহকারী জজ সুব্রত দাশ এতে সভাপতিত্ব করেন। বক্তারা দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে আইন সহায়তা প্রদানে সাধারণ মানুষকে সচেতন ও সরকারের গৃহীত নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লিটন আচার্য্য,মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, শুভ্র সিংহ, সাইফু উদ্দিন সাহেদ, আনিকা সুলতানা, আরিফুল ইসলাম, নিখিল পাল প্রমুখ।