রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় মোহাম্মদ ওসমান (৩৪) নামের এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া এলাকা থেকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেছেন, পলোয়ানপাড়ার দুদু মিয়ার ছেলে সন্ত্রাসী ওসমানের ওই গ্রামে অবস্থান করার খবরে পুলিশ সেখানে অভিযানে যায় এবং এলাকা ঘেরাও করে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ওসমানের স্বীকারোক্তি অনুসারে জনৈক ইদ্রিসের পরিত্যক্ত একটি মুরগির খামার থেকে তার হেফাজতে থাকা ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানের টের পেয়ে ওসমানের সাথে থাকা তার সহযোগী শাহ আলম (৪০) নামে অপর এক সন্ত্রাসী পালিয়েছে। সে ওই গ্রামের অলি আহম্মদের ছেলে।

থানার ওসি বলেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ঘটনায় এসআই (নি.) মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদগ্ধ ১০ জনের মধ্যে মারা গেলেন আরও একজন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১