রাউজানে দেশীয় তৈরি এলজি ও ধারালো কিরিচসহ সালাউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের গৌরিশংকর হাট এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উনসত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের আগের রাতে সালাউদ্দিন মদ পান করে হাটের একটি দোকান ভাঙচুর করেছিল। সোমবার অভিযান চালিয়ে তাকে হাটের নারায়ণের দোকানের সামনে বসা অবস্থা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে অস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ওই যুবক অস্ত্র প্রদর্শন করে পাহাড়তলী এলাকার বিভিন্ন লোকজনকে ভয়–ভীতি দেখিয়ে নানা অপরাধ করে আসছিল। নেশা পান করে সে এসব অপরাধ করে আসছিল। গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।