রাউজানে অগ্নিদুর্গত পরিবারের পাশে গিয়াস কাদের

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

রাউজানে অগ্নিদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সমপ্রতি ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ১১ বসত ঘর পরিদর্শন করে তার অনুদানের টাকা ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করেন বিএনপির রাউজান উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম আধারমানিকস্থ হযরত সৈয়দ আওলিয়ার বাড়ির পাশে ডা. ছালে আহম্মদ ডাক্তারের বাড়িতে অগ্নিকবলিত এসব পরিবারের মাঝে অনুদানের টাকা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলাউদ্দিন, আবদুল মাবুদ মেম্বার, মো. বাদশা, মো. ফোরকান, নুরুল আবছার, মো. সোলায়মান, মো. সৈয়দ আমিনুল ইসলাম, জাকির, আবদুর রহিম, সজল বড়ুয়া, জামাল উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে জনপ্রতি ১০ হাজার করে ১ লাখ ১০ হাজার টাকা, দলের পক্ষ থেকে যুবদল নেতা ফোরকান ৫০ বস্তা সিমেন্ট, বিএনপি নেতা আবচারের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস বিভাগ-চবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধআমিরাতে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু