রাউজানে অগ্নিদুর্গত পরিবারের পাশে ফজলে করিম ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজানে পৌরসভার ৪নং ওয়ার্ডের অগ্নিদুর্গত একটি পরিবারকে সেমি পাকা ঘর ও আসবাবপত্র দিচ্ছে ফজলে করিম ফাউণ্ডেশন। উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এই ঘোষনা দেন। গত ২১ সেপ্টেম্বর পৌরসভার সুলতানপুর জানালী হাট এলাকার দর্জি দোলন খাস্তগীরের বসতঘর পুড়ে ছাই হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে। ওই ঘটনায় পরিবারটি নিঃস্ব হয়ে যায়। পরদিন দুর্গত পরিবারের সাথে দেখা করে জমির উদ্দিন পারভেজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেন। তিনি ফজলে করিম ফাউণ্ডেশনের পক্ষ থেকে তাদের জন্য একটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র দেয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আবু ছালেক, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধমৌলভী সৈয়দ স্মারক বক্তৃতা কমিটির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ২ হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার