রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান কারাগারে

আজাদী অনলাইন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৭ অপরাহ্ণ

রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বিধান বড়ুয়া আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরার আদালতে তিনি আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সমির দাশগুপ্ত বলেন, “২০১৪ সালের একটি মামলায় বিধান বড়ুয়ার সাজা হয়েছে। এ মামলায় পলাতক ছিলেন বিধান বড়ুয়া। বিধান বড়ুয়া আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
আশির দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় বিধান বড়ুয়ার। সেখানে মতবিরোধের কারণে তৎকালীন মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন বিধান।
সালাউদ্দিন কাদের চৌধুরী দল পরিবর্তন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) গঠন করলে বিধান বড়ুয়াও এনডিপিতে যোগ দেন। মূলত এরপর থেকে আন্ডারওয়ার্ল্ডে বিধান বড়ুয়ার উত্থান শুরু হয়।
রাউজানে এনডিপির ক্যাডার হিসেবে পরিচিত পান বিধান।
রাউজান ও রাঙ্গুনীয়াবাসীর মূর্তিমান আতঙ্ক হয়ে বিধানের নেতৃত্বে খুন, ডাকাতি, অপহরণ, জিম্মি, রাজনৈতিক প্রতিপক্ষ দমনসহ একের পর এক অপরাধ ঘটতে থাকে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ ক্যাডার পরিচয়ে দীর্ঘ ২৫ বছর ধরে রাউজানসহ চট্টগ্রাম জুড়ে দোর্দণ্ড প্রতাপে অপরাধমূলক কর্মকাণ্ড চালায় বিধান।

পূর্ববর্তী নিবন্ধব্যাগ টান দিয়ে ধরা খেল ৭ নারী ছিনতাইকারী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে পড়ে ৪ বছরের কন্যা শিশুর মৃত্যু