রাউজানের পুকুর থেকে সাকার মাছ উদ্ধার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পুকুর ডোবায় বংশ বিস্তার করছে নিষিদ্ধ প্রজাতির রাক্ষুসে মাছ সাকার (সাকার মাউথ ক্যাট ফিস)। মাথা থেকে লেজ পর্যন্ত কালো ডোরাকাটা দাগযুক্ত একটি মাছ গতকাল বৃহস্পতিবার ধরা পড়ে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ডা. রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে। স্থানীয়রা বলেছে সকালে এক যুবক পুকুরে হাত জাল ফেললে মাছটি জালে আটকায়। ১৪০০ গ্রাম ওজনের মাছটি ২০ ইঞ্চি লম্বা।

এর আগে একই ইউনিয়নের সরকারপাড়ায় সুজন দে’র পুকুরে আরো একটি সাকার ধরা পড়ে। খালে বিলে এই প্রজাতির মাছ পাওয়া যায় বলে জানিয়েছে অনেকেই। পুকুর জলাশয়ে সাকারের বংশ বিস্তার প্রসঙ্গে কথা বললে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। বিরল প্রজাতির এই মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এই মাছ পরিবেশের জন্য ক্ষতিকর। মাছটি যেখানে থাকে সেখানে থাকা অন্যান্য মাছ খেয়ে ফেলে। এটি অক্সিজেন ছাড়া দুইতিনদিন বেঁচে থাকতে পারে। রক্ষুসে মাছটি যেখানে পাওয়া যাবে ধরে মাটিতে পুঁতে ফেলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই ব্যক্তিকে ২০ দিন করে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনোমান আল মাহমুদের সাথে চান্দগাঁও সিডিএ আবাসিক কল্যাণ সমিতির মতবিনিময়