রাইজিং ষ্টার হারালো বাকলিয়াকে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে রাইজিং ষ্টার ক্লাব দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় রাইজিং স্টার ৪-০ গোলে বাকলিয়া একাদশ ক্লাবকে পরাজিত করে। এ জয়ে রাইজিং স্টার ক্লাব ৬ খেলা শেষে ৭ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে সমান খেলায় বাকলিয়া ৪ পয়েন্ট পেয়েছে। তারা ৪টি খেলায় হার মানে। গতকাল খেলার প্রথমার্ধে ১৬ মিনিটে রাইজিং স্টার প্রথম এগিয়ে যায়। প্রথম গোলটি করেন আরিফুল ইসলাম সাখাওয়াত। বাকি গোলগুলো হয় খেলার দ্বিতীয়ার্ধে। এ গোলগুলো করেন যথাক্রমে রায়হানুল ইসলাম আরাফাত, জাহিদুল এবং আবদুল হালিম। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইজিং ষ্টার ক্লাবের খেলোয়াড় আরাফাত। তার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউনুছ।

পূর্ববর্তী নিবন্ধহকিতে উদয়ন ও ব্রাদার্সের জয়লাভ
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক লন টেনিস টুর্নামেন্টে শুরু