চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক ছৈয়দ সগীর আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে ছৈয়দ সগীর আহম্মদ রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দকে সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান। একইসাথে চাক্তাই-খাতুনগঞ্জে বিদ্যমান জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাক্তাই শিল্প বণিক সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতির নির্বাচন কমিশনার মীর আহম্মদ সওদাগর, ৩৫ নং বঙিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ চৌধুরী বাহাদুর, চাক্তাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালুকদার। আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক রফিক উল্ল্যাহ, সহ সভাপতি মোহাম্মদ হোসেন, রাইচ মিল মালিক সমিতির সাবেক সভাপতি শান্ত দাশগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।