পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে একা থাকে অহনা। একদিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে বের হওয়ার সময় তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ দেখে নাম্বারটিতে ফোন করার পর ওপাশ থেকে সরি বলা হয়।
এরপর থেকে মাঝে মাঝেই ওই নাম্বার থেকে মেসেজ আসে। অহনা ফোন করে বিরক্তি প্রকাশ করার পরও একই ঘটনা ঘটতে থাকে প্রতিদিন। শুধু মেসেজ না, ফোনও করে তাকে। কে তার সঙ্গে এমন করছে, জানার জন্য অহনা কথা বলে। কিন্তু ওপাশের মানুষটিকে আবিস্কার করতে পারে না। নানা যুক্তি তর্কে ওপাশের পুরুষ কণ্ঠটির সঙ্গে পেরে ওঠে না অহনা। এক পর্যায়ে নিজেকে সমর্পণ করে সে। রহস্যময় কণ্ঠটি শোনার জন্য নিয়মিত অপেক্ষা করে। এদিকে কাজে বারবার ভুল করার জন্য অফিসের বসের কাছে প্রায়শই বকা খায় অহনা।
বিচলিত অহনা নিজেকে যেন হারিয়ে ফেলেছে কোথাও। অজানা এক আকর্ষণ তাকে তাড়িয়ে বেড়ায়।
এক পর্যায়ে ফোনের ওপাশের মানুষটিকে দেখা করার জন্য তাগিদ দেয় সে। নির্ধারিত সময়ে লেকের পাড়ে বসে অপেক্ষা করে অহনা। কিন্তু তার সামনে যে আসে তাকে দেখে রীতিমত চমকে যায় সে-এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অনুভবে অন্তরে’। মুন্না রহমানের রচনা ও হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মনির খান শিমুল, সাদিয়া ইসলাম মৌসহ অনেকে। নির্মাতা জানান, আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় ‘অনুভবে অন্তরে’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
টেলিছবিতে মায়া চৌধুরী চরিত্রে মিলি বাসার, মৃত্তিকা চরিত্রে নাদিয়া খান, চৌধুরী সাহেব চরিত্রে আযম খান, পিয়াল চরিত্রে শাহেদ শরিফ খান অভিনয় করেছেন। আরও আছেন কাকা মাকসুদ, রুহানি, সবুজ, উর্মিসহ অনেকে। নির্মাতা আদিত্য জনি জানান, ভিন্নধর্মী গল্পের এই টেলিছবিটি প্রচার হবে আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে।