রহমানিয়া দরবার শরীফে জিকির ও সালাতু সালাম মাহফিল

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১০ জুলাই চট্টগ্রামের আগ্রাবাদ রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস “শাহাদাতে কারবালা দিবস” উপলক্ষে আয়োজিত জিকির ও সালাতু সালাম মাহফিল। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দশই মহররম শাহাদাতে কারবালা দিবস হলো ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। ইমাম হুসাইন (রাদিআল্লাহু আনহু)-এর অতুলনীয় শাহাদাত সত্য, মানবতা ও তাওহীদের অনন্য বার্তা বহন করে। এ দিন কেবল শোক ও স্মরণ নয়, বরং জীবনের আদর্শিক সংগ্রামের পথপ্রদর্শক। বস্তুবাদ, গোত্রবাদ ও কুফরি চেতনার বিরুদ্ধে এ শাহাদাত মানবজাতির মুক্তির মহা আলোকস্তম্ভ।” অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে আগত আলেমওলামা, মুরিদ, মুসল্লী ও তরিকতের অনুসারীরা অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ মোকাবেলায় আলোর দিশা ফাউন্ডেশনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধঝোপে লুকিয়ে রাখা বন্দুক-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১