রশিদ-মুজিবদের নিয়ে আফগানদের ওয়ানডে দল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

পিঠের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারেননি রশিদ খান। তবে মাঠের বাইরে থেকে দলের লজ্জার পরাজয় দেখতে হয়েছে রশিদকে। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলের বোলিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্রকে দলে ফিরিয়েছে তারা। তারকা এই লেগ স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। আইপিএলে বল হাতে আলো ছড়ালেও বাদ পড়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের জন্য গতকাল রোববার ১৯ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। সাদা বলের ক্রিকেটে আসন্ন খেলা ও ওয়ানডে বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে আরও ১০ জনের নামও ঘোষণা করা হয়েছে। আফগানিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে নুরের সঙ্গে বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক। দলে এসেছেন শাহিদউল্লাহ কামাল, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ। এদের মধ্যে কামাল ছাড়া অন্য পাঁচ জনের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন তরুণ লেগ স্পিনার ইজহারুলহক। তাকে এবার ওয়ানডেতেও রাখল আফগানরা। সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের ফাইনাল খেলার পথে বড় অবদান রাখেন নুর। এরপর চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে প্রথম দুই ওয়ানডেতে আফগানদের হয়ে খেলেন নুর। তৃতীয় ও শেষ ম্যাচে জায়গা হারান একাদশে। ১৮ বছর বয়সী এই স্পিনার এবার নেই স্কোয়াডেই। জায়গা হয়নি রিজার্ভ হিসেবেও। পিঠের ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে ফিরেন রশিদ। বিশ্বকাপের বছরে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগান বোর্ড। তাই রাখেনি বাংলাদেশের বিপক্ষে টেস্টে। ম্যাচটি ৫৪৬ রানে হারে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই শুরু হবে বাংলাদেশআফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আফগানিস্তানের ওয়ানডে দলঃ হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান আকবর, ইজহারুল হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গালুরুতে হোটেল সমস্যায় বাংলাদেশ দল, মাঠের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধসাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের