রমনা আবাসিক এলাকায় বিপুল অবৈধ ব্যান্ডরোল উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটনের ভাড়া নেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি সমন্বিত টিম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে রমনা আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচ তলার দুটি ঘর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ড রোলগুলো জব্দ করা হয়। বাড়ির মালিক জানান, সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন ও তার ছোট ভাই খোকন বাসাটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করতো।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার তাফসির উদ্দিন ভূঁইয়া জানান, জব্দকৃত মালামাল ল্যাব টেস্টে পাঠানোর পর জানা যাবে এসব সিগারেটের ব্যান্ড রোলগুলো আসল কি নকল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু অবৈধ গোডাউনে রাখা হয়েছে সেহেতু এগুলো নকল। যাচাইবাছাই শেষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবির হলে ছাত্র প্রতিনিধির মাধ্যমে ডাইনিং পরিচালনার উদ্যোগ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে