রমজান সমাগতঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখুন

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। অনিয়ন্ত্রিত মাত্রাতিরিক্ত পণ্যের মূল্য সাধারণ খেটে খাওয়া মানুষকে হতাশাগ্রস্ত করছে এবং তারা দিশেহারা হয়ে পড়েছে। নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি পেলেও মানুষের আয় বৃদ্ধি পায়নি। অন্যদিকে ভোজ্য তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে কিংবা নানা অজুহাতে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। রমজান সমাগত। রমজান মাস এলেই একশ্রেণীর ব্যবসায়ী উৎফুল্ল হয়ে উঠে। রমজান মাসকে পুঁজি করে কয়েক দফা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো যায়। এসব ব্যবসায়ী সমাজ কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমান মূল্যের দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে (কয়েকটি পণ্য বাদে) রাখতে পারেনি। রমজান মাসে সব সমস্যার মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ রাখতে হয়। ব্যবসায়ীরা যাতে অযৌক্তিকভাবে জনগণের অর্থ হাতিয়ে নিতে না পারে সে বিষয়ে সরকারী নজর দাবির আহবান জানাচ্ছি।
এম.এ.গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকার্ল মার্ক্স : সমাজতান্ত্রিক বিপ্লবী
পরবর্তী নিবন্ধসত্য কেবল বিশ্বাস