রমজান মাসে বেশি বেশি দান সদকা করা উত্তম

ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপতার বিতরণকালে বক্তারা বলেছেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করা উত্তম।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন। ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, মোঃ কফিল উদ্দিন, আবুল বশর, নাহিদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম,সায়মন, ইমরান আহমেদ শাওন প্রমুখ।

হারুন ভান্ডার দরবার : হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দন হারুন ভান্ডার দরবারে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৪ এপ্রিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন হারুন ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মীর কামাল উদ্দিন, মাজার ও ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিনউল ইসলাম, সাবেক সভাপতি ও সেক্রেটারী মোরশেদুল আলম, মফিজুর রহমান, মীর আল আমিন রনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন জিকু, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, ঝুমুর সর্দার, কৃষ্ণ বৈদ্য, রুবেল শীল প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুর খালেক ও মৌলানা তৌহিদুল আলম।

১৩নং পাহাড়তলী ওয়ার্ড : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ২০০০ নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অন

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. বিদ্যুৎ বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী রোমানা আক্তার চৌধুরী, ওয়ারলেজ ঝাউতলা উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি নুরুল মোস্তফা, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হাসেম শাহ, হায়দার আলী, হোসেন মাস্টার, আবদুল মতিন, কলন্দর খান, আবদুল মতিন, প্রিয়ালাল মজুমদার, জামিন দেওয়ান, জাবেদ খান, হায়দার আলী, আনোয়ার হোসেন অনু, শুরজ জামান, নাছির ওমর ফারুক।

চবি ৪৫ তম ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪৫ তম ব্যাচের উদ্যোগে ( ২০০৯২০১০) সেশনের শিক্ষার্থীরা গত শনিবার ইফতার মাহফিল ও মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। এর আগে ৪৫ তম ব্যাচের পক্ষ থেকে নগরীর একটি এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার মাহফিল শেষে চবি ৪৫ তম ব্যাচের ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি২০২৩ গঠন করা হয়েছে। কমিটিতে শিহাব উদ দৌলাকে সভাপতি ও অভিজিৎ বড়ুয়াকে সাধারণ সম্পাদক পদে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়। সহসভাপতি : মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রবিউল হাসান, তৃষা বড়ুয়া, জোনায়েদ ইবনে হাশেম। যুগ্ম সাধারণ সম্পাদক : শিবাজী চৌধুরী, বোরহান উদ্দীন, নাহিম গণি, মো. ইমরান খান। সাংগঠনিক সম্পাদক : শাওন আজহার, ইফতেখার উদ্দিন, মিঠুন চক্রবর্তী, সালেহা মুন। অর্থ সম্পাদক : সাইমুন নজরুল, দপ্তর সম্পাদক : তমাল বড়ুয়া, ক্যাম্পাস বিষয়ক সম্পাদক : জামশেদ আলম রিহাব, আপ্যায়ন সম্পাদক : হাবিব উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক : দবির উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক : রাশেদ পারভেজ, গণমাধ্যম ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক : এফ. এম মিজানুর রহমান, আইন সম্পাদক : শাফায়েত আহমেদ, সামাজিক উন্নয়ন বিষয়ক সম্পাদক : মিনহাজুল আলম রাফসান, প্রচার সম্পাদক : মারুফ হোসাইন, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক : নাজমুল ইসলাম।

বিআইএমটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন : স্বেচ্ছাসেবী সংগঠন বিআইএমটি (বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি) এঙ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল সোমবার নগরীর একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মো. সাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এতে স্বাগত বক্তব্য দেন সহসম্পাদক আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনির হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক এইচ.এম কাউসার আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, খন্দকার ওয়াহিদ, তারিকুল আলম, সাদ্দাম হোসেন ও কাজী ইমরান। পরে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন আবু মুছা।

ফেরদৌসনবী ফাউন্ডেশন : শামসুল আলম নামে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও নগত অর্থ এবং বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছেন ফেরদৌসনবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বহদ্দারহাট বৃহত্তর হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা নুরুল আলম শিপু। এসময় তিনি বলেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাবো।

গায়েবী ধন মাইজভান্ডারিয়া কেন্দ্রীয় কমিটি : আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ এপ্রিল নগরীর মুরাদপুরস্থ খানকা শরীফে সামাজিক ও মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদউলফিতর উপলক্ষে বিভিন্ন শাখা, উপজেলা ও নগর কমিটির আওতাধীন এলাকায় অসহায় অসচ্ছল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ ইরফানুর রহমান মিজান আল মাইজভান্ডারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আশরাফুল আলম, মো. আব্দুল্লাহ, মো. মাহবুবুল আলম, মো. ওসমান গণি, আবছার উদ্দিন অলি, আব্দুল কাদের, ইয়ার মোহাম্মদ, .বি.এম জি.এম কাদের, মো. কামাল প্রমুখ।

আন্দরকিল্লা কাউন্সিলর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর চকবাজার, দেওয়ান বাজার ও আন্দরকিল্লা ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে সোমবার ঈদবস্ত্র বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন তরুন দাশ, অপু ধর (রাজ), অমিত দাশ, আঁচল চক্রবর্তী, হোসেন মোহাম্মদ, বেলাল হোসেন প্রমুখ।

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি শাখা : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী স্মরণে আলোচনা সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী। সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ, সাংবাদিক সমীর কান্তি দাশ, টিটু চৌধুরী, সুমি চৌধুরী, ঝুমুর সর্দার, আবুল কালাম, লিটন সর্দার, অনুপম তালুকদার, কৃষ্ণ বৈদ্য, শিমুল পাল, প্রিন্স দাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

হাটহাজারী উন্নয়ন ফোরাম: হাটহাজারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাসুদুল আলম বাবুলের সভাপতিত্বে গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছালেহ জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাকিল মামুন, এডভোকেট শহীদুল আলম, শাহজাহান সেলিম, তৌহিদ হোসেন, মিলি প্রমুখ।

সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম : সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের মতবিনিময় ও ইফতার নগরীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়। সমিতির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতিত্বে করেন আহ্বায়ক মোহাম্মদ আফছার উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ উল্লাহ। সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নুরুল আহাদ, আলা উদ্দীন আলী, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সেক্রেটারি মনজুর আলম, সাবেক বীমা কর্মকর্তা কাজী সাহেদুল করিম, সমাজ কর্মী রেজাউল করিম মহসিন, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য মো. জসীম উদ্দীন, সন্দ্বীপ সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি আকতার ভূঁইয়া, জিয়াউর রহমান, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ রিয়াদ, কাজী হাসনাত, মাকসুদের রহমান কমল, মজিবুল মাওলা, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ আলমগীর, মাওলানা রাসেদ মামুন, সাংবাদিক মোবারক হোসেন ভুইঁয়া, জাহাঙ্গীর আলম শামীম, ফোরকান উদ্দীন হাসান, নারী নেত্রী মেহেরুন নিপা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একাত্বতা প্রকাশ করে সকলকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মানবিক ও সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ : গত ১৪ এপ্রিল হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৪ শতাধিক প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকবৃন্দ সকল মরহুম শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, আগামী বছর বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক আ. লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন দক্ষিণ জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আসা সভাপতিসম্পাদকের হাতে এ ঈদ উপহার তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির।

তথ্যমন্ত্রীর পক্ষে ঈদ উপহার : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দুই হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী উপহার স্বরূপ প্রদান করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। গত সোমবার বিকালে সরফভাটা ইত্যাদি চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, আবু তালেব সানি, জাকিরুল আজম চৌধুরী মুরাদ, মঈন উদ্দিন মহির, মুজাহেরুল ইসলাম, আব্দুল আল মামুন, মো. রুবেল, শাহ আলম প্রমুখ।

পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স: পটিয়া প্রতিনিধি জানান, বায়তুশ শরফ আন্‌জুমানে ইত্তেহাদ বাংলাদেশ পটিয়া শাখার উদ্যোগে পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ কমপ্লেঙে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আন্‌জুমানে ইত্তেহাদ বাংলাদেশ পটিয়া শাখার সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন মফিজুর রহমান, সেলিম উদ্দীন, তৌহিদুল আলম, আবু তালেব, আইয়ুব আলী, জসীম উদ্দীন, জাহাঙ্গীর আলম প্রমুখ। মাহফিলে তকরির করেন বায়তুশ শরফ মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সারোয়ার আলম, মাওলানা মোহাম্মদ আনিছ, মাওলানা মোহাম্মদ ছগীর। মাহফিলে শেষে মাওলানা সারোয়ার আলম মোনাজাত পরিচালনা করেন। এতে প্রধান অতিথি বলেন পবিত্র মাহে রমজান মহান আল্লাহর কাছে খুবই প্রিয়। যারা এ রমজানে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগি করে তাদের জন্য মহান আল্লাহ বিশেষ বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। তাই আমাদেরকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা ও ইবাদত বন্দেগী করতে হবে।

মহানগর জেএসডি : চট্টগ্রাম মহানগর জেএসডির আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৭ এপ্রিল নগরীর স্টেশন রোডে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জেএসডির আহ্বায়ক মোস্তফা কামাল। মহানগর জেএসডির যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. রবিউল হোসেন, ফাহিম উদ্দিন আহমদ, ডা. মাহফুজুর রহমান, আব্দুল মান্নান মাস্টার, প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, আব্দুল বাতেন ও মুন্না চৌধুরী।

উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মালেক গাজী, সোলায়মান খান, নুরুল আরশাদ চৌধুরী আসু, মশিউর রহমান খান, তাজুল ইসলাম, এস এম ইউসুফ, মোহাম্মদ ইয়াকুব, শফিউল আলম খোকন, এসএম কামাল উদ্দিন, শাহাবুদ্দিন, মোহাম্মদ মুবিন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল প্রমুখ। বক্তারা বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই।

ফটিকছড়ি জেএসডি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৪ এপ্রিল বারৈয়ারহাটে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মঈনুল, জসিম, জয়নাল আবেদীন, সাহাব উদ্দীন, রেজাউল করিম, আবদুল বাতেন বিপ্লব, মালেক গাজী, কাশেম, মৌলানা নুরুল আবছার, মহানগর জেএসডির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল আবছার।

সভায় মোহাম্মদ মঈনুল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, নগর যুগ্ম আহ্বায়ক জসিমউল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাস্টার জসিম, সদস্য মির্জা মোহাম্মদ আকবর, শেখ কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইয়াকুব, মোস্তফা শাহাবুদ্দিন, রেজাউল করিম, আবুল কাশেম, আবুল হাসেম মোহাম্মদ নজরুল ইসলাম, আবু আহমেদ সিকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএলো খুশির ঈদ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ভুল বাড়ির সামনে গাড়ি যাওয়ায় গুলি, তরুণী নিহত