ইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের পুরাতন নগরীর আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ বাস্তবায়ন করবে তারা। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। খবর বাসসের। রমজান মাসে, লাখ–লাখ ফিলিস্তিনি পবিত্র জেরুজালেম নগরীর পূর্ব অঞ্চলে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল–আকসায় নামাজ পড়তে আসেন। নগরীর এই অংশ ইসরাইলের দখলকৃত ও সংযুক্ত। এই বছর, রমজান মাসের আগে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ এক যুদ্ধ বন্ধ করেছে। রক্তক্ষয়ী ওই যুদ্ধের ফলে কয়েক হাজার–হাজার মানুষ নিহত হয়।
সাংবাদিকদের উদ্দেশে এক অনলাইন ব্রিফিংয়ে ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ‘জনসাধারণের নিরাপত্তার জন্য স্বাভাবিক বিধিনিষেধ প্রতি বছরের মতোই বলবৎ থাকবে।’ গত বছর, গাজা যুদ্ধের সময়, ইসরাইলি কর্তৃপক্ষ আল–আকসায় আসা দর্শনার্থীদের ওপর, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ‘নিরাপত্তার কারণে’ শুধুমাত্র ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে জেরুজালেমের পুরাতন শহর জুড়ে হাজার হাজার ইসরাইলি পুলিশ অফিসার মোতায়েন করা হয়। এই বছর আবার সতর্কতা অবলম্বন করা হবে বলে মেনসার ইঙ্গিত দেন। তিনি বলেন, কারো ওপর সহিংসতা ও আক্রমণ উস্কে দেওয়ার হীন আকাঙ্খাকে আমরা অবশ্যই মেনে নিতে পারি না, কোনো দেশই তা মেনে নেবে না। তবে তিনি এই বছর পুলিশ মোতায়েন করবে কিনা সে সংক্রান্ত বিস্তারিত কিছু জানাননি। দীর্ঘস্থায়ী রীতি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু প্রার্থনা করার অনুমতি নেই। যা তারা ৭০ খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা ধ্বংস করা তাদের দ্বিতীয় মন্দিরের স্থান হিসেবে শ্রদ্ধা করে। সামপ্রতিক বছরগুলোয়, ক্রমবর্ধমান সংখ্যক ইহুদি উগ্র জাতীয়তাবাদীরা নিয়ম লঙ্ঘন করেছে। কট্টর–ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন–গভির ২০২৩ এবং ২০২৪ সালে জাতীয় নিরাপত্তা মন্ত্রী থাকাকালীন প্রকাশ্যে সেখানে প্রার্থনা করেন। ইসরাইলি সরকার বারবার বলেছে, তারা মসজিদ প্রাঙ্গণে স্থিতাবস্থা বজায় রাখতে চায়, তবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা এটিকে সহিংসতার একটি কেন্দ্র করে তুলেছে। গত বছর, গাজায় যুদ্ধের তীব্রতা সত্ত্বেও, ইসরাইল মুসলিমদের আল–আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছে।