‘রমজান আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হওয়ার সুযোগ এনে দেয়’

আজাদী ডেস্ক

বিভিন্ন স্থানে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সাবেক মেয়র মনজুর আলম : সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলম নগরীর ২০০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কালে আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন,

আল্লাহতায়ালা আমাদের রোজাদারের সেবা করার সুযোগ দেয়ায় শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, আল্লাহতায়ালা পবিত্র রমজানকে তিনভাগে বিভক্ত করে সুসংবাদ দিয়েছেন। রমজানের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফেরাত এবং শেষের ১০ দিন নাজাতএর উছিলা হিসেবে আল্লাহ তার বান্দাদের

অবগত করেছেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কর্মসূচির প্রথম দিনে ১২০০ দরিদ্রঅসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর এক্সসেস রোড়ের আবদুল্লা

কনভেনশ হলে বুধবার মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, তথ্য ও

গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, ২৭ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, ৪৪নং ওয়ার্ড আওয়ামী আহবায়ক আব্দুল্লাহ ইব্রাহিম,

মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড : ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ২২ মার্চ বিকালে ৩৫০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ব্যবসায়ী মোহাম্মদ আবু

ছৈয়দের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আবু ছৈয়দ, সংগঠক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আলী বেলাল সাহেদ, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, আবদুল্লাহ

আল আহসান হিমেল প্রমুখ। এসময় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম বলেন, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়।

২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শতাধিক অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলাম আশিকের ব্যবস্থাপনায় নগরীর

সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল মাঠে ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণসমপাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথুন

বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, ইকবাল আহমেদ ইমু, শিবু প্রসাদ চৌধুরী, মনোয়ার আলম চৌধুরী নোবেল, মাহামুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ। উপস্থিত ছিলেন তারেক হাসান সজীব, আলামিন হোসেন, সিরাজুল ইসলাম আকাশ, মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সাদাফ ওসমান খান প্রমুখ নেতৃবৃন্দ।

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা : পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার বিকেলে ৫ম বারের মতো কাটগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ুুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শাহজাহান, মোহাম্মদ আলী, মো. ইমিতয়াছ চৌধুরী, মো. মোজাহের আলম, দাতা সদস্য শাহজাহান কবির সুজন, উপদেষ্টা সেকান্দর আজম, প্রকৌশলী মো. জসিম উদ্দিন, দাতা সদস্য হারুন অর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ।

ফেরদৌসনবী ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান মাস আগমন উপলক্ষে ধারাবাহিকভাবে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফেরদৌসনবী ফাউন্ডেশনের পক্ষ থেকে দারুছ্‌ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা এতিমখানার নিকট এবং সমাজের অসহায় অবহেলিত দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ইফতার সামগ্রী

বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আলম শিপু। আরো উপস্থিত ছিলেন মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, মো. ইকবাল, কামাল, ইমরান লিটন, রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা মানুষকে আলোকিত ও নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করে
পরবর্তী নিবন্ধজহিরুল আলম দোভাষের সাথে আ. লীগ নেতৃবৃন্দের মতবিনিময়