রমজানে ফুটপাতে ব্যবসার সুযোগ দেয়ার দাবি হকারদের

৬ দফা দাবিতে মেয়র বরাবর স্মারকলিপি, বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মানবিক বিবেচনায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হকারদের পূর্বের ন্যায় নগরীর ফুটপাতে ব্যবসা করার সুযোগ প্রদান’সহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বরাবর স্মারকলিপি দিয়েছে হকার নেতৃবৃন্দ। গতকাল এ স্মারকলিপি দেয়া হয়।

এর আগে সকালে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন মাঠে জমায়েত হয়ে নগরের আওতাধীন শ্রম দপ্তর নিবন্ধিত সংগঠনের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে এসে তারা স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণ করেন চসিকের রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

স্মারকলিপির অন্যান্য দাবি হচ্ছে– ‘হকার উচ্ছেদকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে হকারদের বিরুদ্ধে গণহারে আসামি দিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা। সাবেক মেয়রদের নির্দেশক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা জরিপকৃত হকার শ্রমিকদের রক্ষিত তালিকা পুনরায় হালনাগাদ করে রাজস্ব নির্ধারণ পূর্বক পরিচয় পত্র প্রদান এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় বিকাল ৩টা থেকে ১১টা, সরকারি ছুটির দিনে পুর্নদিবস ব্যাবসা করার সুযোগ দেয়া।

কর্মরত হকারদের উপর এলাকা ভিত্তিক স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতন বন্ধ করা। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর নিবন্ধিত সংগঠনের সদস্য তথা হকার্স শ্রমিকদের রেশনিং ব্যবস্থা নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক হকার্স শ্রমিকদের নিরাপদ কর্মব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় শ্রমনীতি ২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ প্রণয়ন করা।

চট্টগ্রাম হকার লীগের সভাপতি প্রবীণ কুমার ঘোষএর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মীরন হোসেন মিলনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস, মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক মো. তারেক হায়দার, হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রনি, টেরীবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, সম্মিলিত হকার্স ফেডারেশরেনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, সিটি হকার্স লীগের সভাপতি মো. হারুণসহ বিভিন্ন শাখা কমিটির হকার্স নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযতই আন্দোলন হোক, ফুটপাতে কাউকে বসতে দেয়া হবে না : মেয়র
পরবর্তী নিবন্ধস্থায়ীভাবে ফুটপাত দখল মুক্ত না হলে লাগাতার কর্মসূচি