রমজানে নিরাপত্তা জোরদারের তাগিদ

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

আসন্ন রমজান মাসে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আমিনুল ইসলাম, কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির। বক্তব্য দেন, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সিনিয়র সহসভাপতি সরওয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নিউ কো অপারেটিভ বুক সোসাইটি মার্কেটের সভাপতি তৌহিদুল ইসলাম, গাজী টাওয়ারের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, প্যারামাউন্ট সিটির সভাপতি মোহাম্মদ নওশাদ, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, ওসি (অপারেশন) রুবেল হাওলাদার, বণিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, মো. আরিফুর রহমান, মো. সেলিম উদ্দীন, মো. বজলুর রহমান, মোস্তাক আহমদ, জাফর ইকবাল, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রাশেদ, মো. আরিফ উদ্দীন, মো. নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা আসন্ন রমজানে তামাকুমণ্ডি লেইন এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারের ব্যাপারে তাগিদ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ছনহরায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসব শুরু
পরবর্তী নিবন্ধনবীর (দ.) আদর্শ অনুসরণে রয়েছে বিশ্ব মানবতার মুক্তি