জামালখান সড়কস্থ ক্লাব অব কলেজিয়েটসের অডিটরিয়াম–এ সিওসি’ ৮৬ এর ১৪০ তম মাসিক সভা সম্প্রতি সংগঠনের আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিওসি ৮৬’র পক্ষ থেকে সীতাকুণ্ড, সিদ্দিক বাজার ও সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন মার্কেটে বিস্ফোরণ জনিত দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সভায় বক্তারা, আসন্ন পবিত্র মাহে রামাদানকে উপলক্ষে করে খাদ্য দ্রব্যের বাজার মূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাওয়াতে হতাশা ব্যক্ত করেন। এই পবিত্র মাসে দেশবাসীকে ভেজালমুক্ত খাদ্য–দ্রব্য বিক্রয় নিশ্চিত পূর্বক দ্রব্য–মূল্যের দাম স্থিতিশীল রাখতে সিওসি ৮৬’র পক্ষ থেকে ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানানো হয় এবং বাজার নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নজরদারির দাবি জানানো হয়। সভায় দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অধ্যায়নরত সকল ছাত্র–ছাত্রীদের যথাযথ শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাব পরিহার করে অতিরিক্ত ফি আদায় বন্ধ করার জন্য জেলা প্রশাসকের নিকট আহ্বান জানানো হয় এবং শিশু ও কিশোরদের লেখাপড়া পাশাপাশি খেলাধুলা ও প্রতিযোগিতা মুলক শিশু সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ আজম, অধ্যাপক বিজয় ভৌমিক, অ্যাডভোকেট সীমান্ত তালুকদার, আসফাকুর রহমান বিপ্লব, মহসীন উল কাদের, সৈয়দ মুহম্মদ রিদুয়ান, মাহবুবুর রহমান শিবলী, সোহেল জাহান, মো. বোরহান উদ্দীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, শেখ মোহাম্মদ খালেদ, আবুল কালাম আজাদ কিরন, ডা. আবু তারেক, শাহেদ সুমন, আনোয়ারুল হাসান চৌধুরী, মোহাম্মদ মঈন উদ্দিন মিলন, মো. মাহফফুজুল হক সেলিম, মাহবুবুর রহমান বাহার, আলমগীর আলম, শাহিদ নাঈম, জাহিদ হোসেন, মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি