রমজানে দোহাজারী ও নাজিরহাট রুটে ট্রেনের সময় পরিবর্তন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রমজানে যাত্রীদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী এবং চট্টগ্রাম-নাজিরহাট রুটের দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, যাত্রীদের অনুরোধে চট্টগ্রাম-নাজিরহাট রুটের এবং পটিয়া-দোহাজারী রুটের দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রতিবছর রোজার সময় এরকম শিডিউল করা হয়। রোজার মাস শেষ হলে আবারও সূচিতে পরিবর্তন আনা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ষোলশহর-নাজিরহাট রুটে চলাচল করা ১২৩ ট্রেনটি বিকেল ৫টা ৪৫ মিনিটের স্থলে ছেড়ে যাবে সাড়ে ৪টার সময়ে। অন্যদিকে সাড়ে ৫টার দিকে ছেড়ে যাওয়া ষোলশহর-দোহাজারী রুটের ডেমু ট্রেনটি ছেড়ে যাবে ৪টা ২০ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধশৃঙ্খলা ভঙ্গ, শওকত মাহমুদকে বিএনপির শোকজ
পরবর্তী নিবন্ধকুমিরায় যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি জেলে