পবিত্র কোরআনের সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো’। ‘তাকওয়া’ অর্থ ‘আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা।’
অর্থাৎ আল্লাহর ভয় ও তাঁর সন্তুষ্টি লাভের আশায় অপরাধ, অন্যায় ও আল্লাহর অপছন্দের কথা ও কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম তাকওয়া। এবং ‘সিয়াম’ শব্দের অর্থ ‘বিরত থাকা’। এই বিরত থাকা হলো সকল খারাপ কাজ থেকে বিরত থাকা, সকল অন্যায় থেকে বিরত থাকা, আল্লাহ তায়ালার অপছন্দের জিনিস করা থেকে বিরত থাকা, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ করা থেকে বিরত থাকা, সকল পাপ কাজ করা থেকে বিরত থাকা ।
অতএব আমরা বুঝতে পারছি যে সিয়াম পালন করা বা রোজা রাখা মানে, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা, সুদ খাওয়া থেকে বিরত থাকা, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকা, কারো ক্ষতি করা থেকে বিরত থাকা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, অন্যায় কাজ করা থেকে বিরত থাকা, দায়িত্বে ফাঁকি দেওয়া থেকে বিরত থাকা, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকা, অতিরিক্ত লাভ করার চেষ্টা থেকে বিরত থাকা, অফিসের সঠিক সময় হাজির না হওয়া এবং সঠিক সময় কাজ না করা থেকে বিরত থাকা, যে কোনো কর্ম যা অন্য মানুষের ক্ষতি করে অন্য মানুষকে কষ্ট দেয় অন্য মানুষকে দুঃখ দেয় তা করা থেকে বিরত থাকা। কোনভাবেই সওয়াব অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য হতে পারে না। তবে আল্লাহর নির্দেশ বেশি বেশি পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করাই হতে হবে আমাদের প্রধান লক্ষ্য।
এভাবে এক মাস সকল পাপ বর্জনের মাধ্যমে পাপ বর্জন করার অভ্যাস গড়ে তুলতে হবে। এটাই হওয়া উচিত আমাদের সিয়াম পালনের প্রধান লক্ষ্য।
লেখক: বিএসপি, এসজিপি, এএএফডব্লিউসি, পিএসসি, অধ্যক্ষ, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম।