রবীন্দ্র–গবেষণায় ভূমিকার স্বীকৃতিতে বাংলা একাডেমির এ বছরের ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা শিল্পী শীলা মোমেন। গতকাল সোমবার শীলা মোমেনের হাতে রবীন্দ্র পুরস্কারের সনদ, সম্মাননা–স্মারক ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিতে ২০১০ সাল থেকে বাংলা একাডেমি এই পুরস্কার দিয়ে আসছে। খবর বিডিনিউজের।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের ওই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা। একক বক্তৃতা দেন রবীন্দ্র গবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ সোমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম ও সায়েরা হাবীব। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম ও কমলিকা চক্রবর্তী।