রবীন্দ্র চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৯ পূর্বাহ্ণ

বাঙালি জাতির চিন্তা চেতনার প্রতীক রবীন্দ্রনাথ। বাঙালির সংস্কৃতির প্রাণজুড়ে রয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্র বাঙালির চেতনার প্রতীক তাই রবীন্দ্র চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশুকিশোর একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশুকিশোর একাডেমীর উদ্যোগে গত ১০ মে ফটিকছড়ি উপজেলা পুর্বসুয়াবিল ব্রাহ্মণপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রদীপ কান্তি রায়। সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ন ঘোষ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সুভাষ দেবনাথ। বায়োজিদ ফরায়েজীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী চুমকি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মধু চৌধুরী। বক্তারা বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র চর্চা করতে হবে। যতবেশি রবীন্দ্র চর্চায় শিশুদের সম্পৃক্ত করা যাবে ততবেশি জাতি সমৃদ্ধ হবে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৭৫ বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার