রবি

আহসানুল হক | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

যখন আমি মুষড়ে পড়ি

আঁধার রাখে ঘিরে

সোনার তরীবেয়ে রবি

আমার কাছে ভিড়ে !

দুখবেদনায়ভেঙে আমি

হই যখনই চুর

বুকের ভেতর বাজান রবি

গীতাঞ্জলির সুর !

বীর পুরুষএর ছবি আঁকেন

ভয় করে দেন দূর

রবীন্দ্রনাথ আমার কাছে

আলোর সমুদ্দুর !

তাঁর কবিতায়, গল্পগানে

পাই প্রেরণা শক্তি

পঁচিশ বৈশাখ, জন্মদিনে

জানাই তাঁকে ভক্তি !

পূর্ববর্তী নিবন্ধমায়ের স্মৃতি
পরবর্তী নিবন্ধঠিক রবীন্দ্রনাথ