রনিসহ ৩শ জনকে আসামি করে আদালতে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

নাসিমন ভবনে হামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীর নাসিমন ভবনে (নগর বিএনপির কার্যালয়) হামলাভাঙচুরের অভিযোগে আদালতে মামলা করেছে কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মাহমুদ হোসেন। মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা হয়েছে এমন অন্যান্যরা হলেন, আনোয়ারুল আলম চৌধুরী, ওমর খৈয়াম, গোবিন্দ দাস, মোহাম্মদ তুষার ও ব্ল্যাক হৃদয়। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী মো. সিরাজুল ইসলাম চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি। তাই আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল। নুর আহমদ সড়কের নাসিমন ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করে নিউমার্কেট হয়ে দেওয়ানহাট মোড়ের দিকে চলে যায়। সন্ধা আনুমানিক সাড়ে ৬টার সময় নুরুল আজিম রনিআনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে অন্যান্য আসামিরা লর্াঠিসোটা, লোহার রড, মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নাসিমন ভবনের কলাপসিবল গেইট ভাঙচুর করেন। এরপর ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, আসবাবপত্র, দরজা ও জানালার কাচের গ্লাস ভাঙচুর করা হয়। এতে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কার্যালয়ে সংরক্ষিত একটি ল্যাপটপ লুট করা হয়েছে। ওমর ফারুক রুবেলসহ অনেকে আসামিরা মারধর করে বলেও আরজিতে উল্লেখ করা হয়। মামলার আরজিতে আরো বলা হয়, আসামিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ভাঙচুর করেন। কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করা হয়। এছাড়া ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসনে জরিমানা ৬৯ হাজার টাকা
পরবর্তী নিবন্ধজন্মনিবন্ধনে জালিয়াতি ১৮টির মধ্যে ১৭টির ঠিকানা ভুয়া