রঞ্জিত আমি চেতনার রঙে

ইকবাল বাবুল | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

কিছুই ভুলিনি আমি

এদেশ আমার মার মতো আমি স্বদেশের অনুগামী

স্বদেশের টানে তাইতো সেদিন ঘর ছেড়ে হই বের

শপথ নিয়েছি খুলে দিতে দ্বার নতুন দিগন্তের

আমাকে চেনে না কিংবা জানে না তেমন আছে কি কেউ

পরোয়া করি না আমি সাগরের দূর্বিনীত সে ঢেউ

ডিঙিয়েছি আমি কতো গিরিবন, মাড়িয়েছি কতো কাঁটা

রেখেছি প্রমাণ কতো প্রশস্থ আমার এবুকের পাটা

এই হাতে আমি ট্রিগার টিপেছি এখনো মুছেনি দাগ

তাড়া করে আজো স্বদেশের প্রতি আমার সে অনুরাগ

বুকের রক্তে আলপনা এঁকে রাঙিয়েছি আমি পথ

এই পথ বেয়ে এসেছে আমার মহা বিজোয়ের রথ

কিছুই ভুলিনি, তাই

রঞ্জিত আমি চেতনার রঙে জ্বালাই সেরোশনাই।

পূর্ববর্তী নিবন্ধসবুজে বুকে লালটুকু মিশে
পরবর্তী নিবন্ধবিজয় নিশান উড়ছে ঐ