রজায়ী যুব ত্বরিকত কমিটির জশনে জুলুস কাল

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় হযরত শাহ সুফী আলী রজা ও একরাম শাহ রজায়ী (রহ.) এতিমখানা প্রাঙ্গণ থেকে আগামীকাল শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জুলুসে ছদারত করবেন আনজুমানে রজভীয়া নুরীয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম নুরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, আহমদ হোসাইন আলকাদেরী, চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারকী প্রমুখ। শেষে মিলাদকিয়াম করবেন মাওলানা মুহাম্মদ কামরুদ্দীন নূরী। মোনাজাত করবেন ওষখাইন রজায়ী দরবারের সাজ্জাদাশীন মাওলানা নাঈম উদ্দিন রজায়ী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক সেবন লোহাগাড়ায় যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় বোধনের সমাবর্তন