রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের এতিমখানায় শিক্ষা উপকরণ বিতরণ

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর ছিন্নমূলস্থ আননূর মাদ্রাসা ও এতিমখানায় ২৪তম মানবিক প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে।

কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি’ শিরোনামের মানবিক প্রকল্পে অত্র প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে মোঃ আফাজ উদ্দীন আসিফের দিকনির্দেশনা ও সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য আব্দুল কাদের ইমন, মাঈন উদ্দিন, মাহবুব আলম, মোঃ রিপন, সাধারণ সদস্য স্টিবেন ডায়েজ, ওহি; এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবু আইমান ও এলাকার গণ্যমান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধরাউজান পৌর এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা সভা