রক্তে রঞ্জিত রাজপথ, দোষীদের শাস্তি দেওয়া হোক

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন সারাদেশে নারকীয় তাণ্ডব চালিয়ে রাষ্ট্রীয় তথা জনগণের সম্পত্তি নষ্ট করা এবং দাঙ্গাহাঙ্গামা, নির্বিচারে গুলি চালিয়ে স্বাধীন দেশের রাজপথ রক্তাক্ত করা কোন মতেই কাম্য নহে। শিক্ষার্থীদের দাবি নিয়ে সরকার নমনীয় থাকা সত্ত্বেও এবং বিচারাধীন বিষয় নিয়ে হঠাৎ কেন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠার সাথে সাথে সারাদেশের রাজপথ রক্তে রঞ্জিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হল তা রাষ্ট্রের প্রশাসন ও দায়িত্বশীলদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ না চাপিয়ে সরকারের দায়িত্বশীল কিংবা প্রশাসনের গাফলতি কিংবা কারো উস্কানিমূলক বক্তব্যও যদি ভাইয়ে ভাইয়েসহপাঠীদের মধ্যে এই নির্মম হানাহানির জন্য দায়ী থাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যেন দেশে শান্তির সুবাতাস প্রবাহমান থাকে।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধড. ফ্রান্সিস ক্রিক : ডিএনএ’র অন্যতম আবিষ্কারক
পরবর্তী নিবন্ধতোমার আমার সবার