রক্তাক্ত আগস্ট

বনশ্রী বড়ুয়া রুমি | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

আগস্ট এলেই ফুলেরা সব
নেতিয়ে পড়ে কেন?
পিতার তরে শোকের ছায়া
ফুলের কান্না যেন।

আগস্ট এলেই কাজল দীঘি
জল উপচে কেন?
পিতার রক্তে ভাসছে দীঘি
সেই কালরাত্রি যেন।

আগস্ট এলেই কোকিল-শ্যামা
গান ভুলছে কেন?
বুকে পরে ভয়াল সে রাত
সুর তুলেছে যেন।

আগস্ট এলেই মায়ের চোখে
অশ্রু নামায় কেন?
তর্জনীতে স্বাধীনতা
আজো মুজিব আঁকেন যেন।

পূর্ববর্তী নিবন্ধরেলক্রসিং এখন মৃত্যুফাঁদ! আড়াই বছরে ২১৯ মৃত্যু!
পরবর্তী নিবন্ধডোপামিনের প্রভাব, সুবিন্যস্ত জীবন ও সাম্প্রতিক প্রবণতা