সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ৩য় তম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদাতা সম্মেলন গতকাল শনিবার চান্দগাঁও বাহির সিগন্যাল আল–আমিন বারীয়া কামিল মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ সোহরাওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, ফেরদৌসুল আলম আলকাদেরী, আমান উল্লাহ সমরকন্দী, আলাউদ্দিন খান, মুহাম্মদ ফরিদুল ইসলাম, নূরের রহমান রণি, কাজী মুহাম্মদ হানিফ, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শামিমুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ অলিউল্লাহ। সাহেদুল ইসলাম মুন্না ও আরিফ মুহাম্মদ ফয়সালের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন এইচ এম আবছারুল নাঈম মুন্না, আরমান, দৌলতুল ইসলাম সাকলাইন, নুরুল আজিম, সাখাওয়াত হোসেন রেজা, সৈয়দ মাহমুদুল হাসান, ওবাইদুল মোস্তফা প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন,রক্তদান এমন এক দান, যার সাথে অন্যকিছু তুলনা করা যায় না। রক্তের অভাবে যেন দেশে কেউ মৃত্যুবরণ না করে তা আমাদের নিশ্চিত করতে হবে। রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে আর্তমানবতার সেবায় নিবেদিত ৮টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ বিগত ১ বছরে ৭০০ ব্যাগ রক্তদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।