জাতীয় পার্টি থেকে এবার অব্যাহতির আদেশ পেলেন রওশন এরশাদের পাশে দাঁড়ানো সৈয়দ আবু হোসেন বাবলা। তার কো–চেয়ারম্যানসহ দলের সব পদ কেড়ে নিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের। রওশনকে সঙ্গে নিয়ে আগামী ৯ মার্চ দলের কাউন্সিল ঘোষণার সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণের মধ্যে গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির জি এম কাদের এই সিদ্ধান্ত জানান। তার নিয়ন্ত্রণে থাকা দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান হিসেবে গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছেন জি এম কাদের। সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। খবর বিডিনিউজের। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে এর আগে কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদসহ সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও ভাইস চেয়ারম্যানকে দল থেকে অব্যাহতি দেন জি এম কাদের। গত ৭ জানুয়ারির ভোটের কিছু দিন পর রওশন নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেন। চুন্নু অবশ্য ওই ঘোষণাকে পাত্তা দিচ্ছেন না; বলেছেন, রওশনের এ ঘোষণা দেওয়ার কোনো অধিকার নেই। জি এম কাদের সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছেন। তিনি সংসদে বিরোধীদলীয় নেতাও হয়েছেন। আর চুন্নু সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের পদ পেয়েছেন। এর মধ্যে গতকাল কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা গুলশানে রওশন এরশাদের সঙ্গে দেখা করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বাবলাকে ঢাকা–৪ আসনে দলের মনোনয়ন দিয়েছিলেন জি এম কাদের। ফিরোজ রশীদকে প্রার্থী করা হয় ঢাকা–৬ আসনে। তবে আওয়ামী লীগ ছাড় না দেওয়ায় তিনি ভোটে লড়তে রাজি হননি। আগের দুটি নির্বাচনে আওয়ামী লীগের ছাড়ে সংসদ সদস্য হলেও বাবলা এবার হয়েছেন তৃতীয়। সেখানে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছেন ক্ষমতাসীন দলেরই নেতা আওলাদ হোসেন।