রইস হত্যার বিচার দাবিতে বিভিন্ন মহাসড়ক অবরোধ, যানজট

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

মাওলানা রইস উদ্দীন হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তার দাবিতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, মাওলানা রইস উদ্দীন হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তার দাবিতে ইসলামী ফ্রন্টছাত্র সেনার সড়ক অবরোধে পুরো দক্ষিণ চট্টগ্রাম যানবাহন বন্ধ হয়ে দীর্ঘ তিন ঘন্টাব্যাপী অচল হয়ে পড়ে। গতকাল সোমবার সকাল ৯টা দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় ইসলামি ফ্রন্ট ও ছাত্র সেনার নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনসহ ছোট বড় কোন যানবাহন চলাচল করতে পারেনি। এতে সড়কে আটকে পড়ে ছোট বড় শত শত যানবাহন। এর ফলে বান্দরবান পার্বত্য জেলা সহ বিভিন্ন এলাকার যানবাহনগুলো সড়কে আটকে পড়ে। যার কারণে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং বক্তব্য রাখেন। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলা চলা স্বাভাবিক হয়। এসময় নেতাকর্মীরা মিছিল সহকারে পটিয়া উপজেলা গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ দোহাজারীতে মহাসড়ক অবরোধ করে সুন্নী জনতা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা অবরোধ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সুন্নী জনতা অংশ নেয়। অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় তীব্র গরমে দূরদূরান্তের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সিভিল সার্জন ডা. অনিল কান্তি বড়ুয়ার পরলোকগমন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মাটিচাপায় নিহতদের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ