‘রং নাম্বার’ সিনেমার শুটিংয়ের দিনগুলো মনে পড়ছে খুব : রিয়াজ

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:১৬ পূর্বাহ্ণ

‘তার সঙ্গে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি আমার। তবে ‘রং নাম্বার’ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করে বেশ সাড়া পেয়েছি। ৩-৪টি নাটকেও হয়তো তাকে পেয়েছি আমি। তিনি একজন প্রাণবন্ত অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে খুবই মনযোগী থাকতেন। তার মৃত্যু স্বজন হারানোর মতো বেদনা জাগিয়েছে মনে- বলছিলেন চিত্রনায়ক রিয়াজ। মতিন রহমান পরিচালিত ‘রং নাম্বার’ সিনেমায় রিয়াজ ও শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছিলেন আবদুল কাদের। রিয়াজের বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিলো কাদেরকে। বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণার স্মৃতিতে ফরীদি-কাদের
পরবর্তী নিবন্ধদাদা বলেছেন সিঙ্গার হতে : কাদেরের নাতনি